২০২০ সালে নিজের অজেয় থাকার রেকর্ডটা ধরে রাখলেন নোভাক জোকোভিচ। মিলোচ রাওনিচকে হারিয়ে জিতলেন ওয়েস্টার্ন ও সাউদার্ন ওপেন শিরোপা।
নিউইয়র্কে পুরুষদের এককের ফাইনালে ওয়ার্ল্ড নাম্বার ওয়ান জোকোভিচ ১-৬, ৬-৩ ও ৬-৪ গেমে ধরাশায়ী করেছেন কানাডিয়ান প্রতিপক্ষকে।
শুরুর সেট হেরে অবশ্য পিছিয়েই পড়ে ছিলেন জোকোভিচ। পরে ঘুরে দাঁড়িয়ে ৩৩ বছরের সার্বিয়ান তারকা স্পর্শ করেছেন রাফায়েল নাদালের ৩৫টি মাস্টার্স ১০০০ সিরিজ শিরোপা জয়ের রেকর্ড।
২০০৯ সালে মাস্টার্স ১০০০ টেনিস টুর্নামেন্ট শুরুর পর থেকে একমাত্র খেলোয়াড় হিসেবে ৯ টুর্নামেন্টের সবকটি জিতেছেন জোকোভিচ। আর ১৭ গ্র্যান্ড স্ল্যামের মালিক ক্যারিয়ার গোল্ডেন মাস্টার্স জিতলেন দ্বিতীয়বারের মতো।