স্পেনে হঠাৎ করেই বেড়ে চলেছে করোনাভাইরাস সংক্রমণের সংখ্যা। ঠিক এ কারণে মাদ্রিদ ওপেন বাতিল করেছে আয়োজকরা।
রাজধানীতে করোনাভাইরাস পরিস্থিতির অবনতি হওয়ায় স্প্যানিশ স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরামর্শে আয়োজকরা মূলত টুর্নামেন্ট বাতিলের সিদ্ধান্ত নিয়েছে।
স্প্যানিশ রাজধানী মাদ্রিদে ক্লে-কোর্টের এই টুর্নামেন্ট শুরু হওয়ার কথা ছিল ১২ সেপ্টেম্বর। স্প্যানিশ গ্রেট রাফায়েল নাদালের খেলার কথা ছিল এই আসরে।
বৈশ্বিক করোনা মহামারী শুরুর পর স্পেনের করোনা সংক্রমণের সংখ্যা তিন লাখ ছাড়িয়ে গেছে। আর মারা গেছে প্রায় সাড়ে ২৮ হাজার মানুষ।