মঙ্গলবার দলীয় মনোনয়ন নেবেন সাদ এরশাদ

জাতীয় পার্টি, রাজনীতি

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-23 22:27:47

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় পার্টির দলীয় মনোনয়ন ফরম নেবেন এরশাদপুত্র রাহগীর আল মাহি সাদ এরশাদ। বনানীতে পার্টির চেয়ারম্যানের কার্যালয় থেকে তিনি ফরম নেবেন বলে জানা গেছে।

এরশাদের মৃত্যুতে শূন্য হওয়া রংপুর-৩ (সদর) আসনের উপ-নির্বাচনে অন্যতম মনোনয়ন প্রত্যাশী সাদ এরশাদ। পার্টি সূত্র জানিয়েছে, দলীয় মনোনয়ন অনেকটা তার দিকেই ঝুঁকে রয়েছে।

এর আগে এ আসনের দলীয় মনোনয়ন নিয়েছেন প্রেসিডিয়াম সদস্য শিল্পপতি এসএম ফখর-উজ-জামান জাহাঙ্গীর ও রংপুর মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এসএম ইয়াসির। আরও চারজন রয়েছেন দলীয় মনোনয়ন প্রত্যাশী। ৬ সেপ্টেম্বর মনোনয়ন ফরম উত্তোলনকারীদের সাক্ষাৎকার নেবে পার্টির পার্লামেন্টারি বোর্ড।

১৪ জুলাই এরশাদের মৃত্যুতে আসনটি শূন্য ঘোষিত হয়। নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত তফসিল অনুযায়ী ৫ অক্টোবর ভোট অনুষ্ঠিত হবে। মনোনয়ন দাখিলের শেষ তারিখ ৯ সেপ্টেম্বর। যাচাই-বাছাই ১১ সেপ্টেম্বর, প্রার্থিতা প্রত্যাহার ১৬ সেপ্টেম্বর।

রংপুর সদর উপজেলা ও সিটি করপোরেশন নিয়ে গঠিত এ আসনে মোট ভোটার রয়েছে চার লাখ ৪২ হাজার ৭২ জন। এর মধ্যে পুরুষ ভোটার দুই লাখ ২১ হাজার ৩১০ জন এবং নারী ভোটারের সংখ্যা দুই লাখ ২০ হাজার ৭৬২।

৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও আসনটিতে ইভিএমে ভোট অনুষ্ঠিত হয়। সেই ভোটে এক লাখ ৪২ হাজার ৯২৬ ভোট পেয়ে জয়ী হয়েছিলেন হুসেইন মুহম্মদ এরশাদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপির রিটা রহমান পেয়েছিলেন ৫৩ হাজার ৮৯ ভোট। এবারও ইভিএমে ভোটগ্রহণ করা হবে বলে ইসি জানিয়েছে।

এ সম্পর্কিত আরও খবর