আ'লীগ জাপার দালালি করে ক্ষমতায় গেছে

জাতীয় পার্টি, রাজনীতি

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-24 15:03:10

জাতীয় পার্টি (জাপা) কখনো আওয়ামী লীগের দালালি করতে যায়নি। আওয়ামী লীগ জাতীয় পার্টির দালালি করে তিনবার সরকার গঠন করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা এমপি।

বৃহস্পতিবার (২৭ জুন) মতিঝিল এজিবি কলোনি কমিউনিটি সেন্টারে জাতীয় পার্টির খুলনা ও বরিশাল বিভাগীয় সাংগঠনিক সভায় নেতাকর্মীদের বক্তব্যের জবাবে তিনি এ মন্তব্য করেন।

জাপা মহাসচিব বলেন, ‘আওয়ামী লীগ এখন বিএনপির সঙ্গে সখ্যতা করতে চায়। আমাদের কোনো সমস্যা নেই। বগুড়ায় উপ-নির্বাচনে জাতীয় পার্টি এককভাবে ভোট করেছে। আগামীতে জাতীয় পার্টির এককভাবে নির্বাচন করবে।’

আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে রাঙ্গা বলেন, ‘১৯৯৬ সালে আমরা সমর্থন না দিলে ক্ষমতায় আসতে পারতেন না। সেদিন কিন্তু আমরা বিএনপিকে সমর্থন দিলে ইতিহাস ভিন্ন হতো। বিএনপি আমাদেরক রাষ্ট্রপতি দিতে চেয়েছিল। কিন্তু হুসেইন মুহম্মদ এরশাদ তাদের সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। এরপরও প্রতিবারই আমাদের সহযোগিতা নিয়ে ক্ষমতায় গেছেন। আমাদের কর্মীদের ওপর হামলা করার চেষ্টা করবেন না। এটা বন্ধ করেন।’

তিনি বলেন, ‘জাতীয় পার্টিতে অনেকে যোগদান করতে চাচ্ছে। বিএনপি-জামাত যেই আসুন নেওয়া হবে। কৃষক ব্যবসায়ী, ইসলামপন্থী লোকদেরও দলে আনতে হবে।’

জাপার এই নেতা বলেন, ‘আওয়ামী লীগের কোনো নেতাকর্মী যদি জাতীয় পার্টির নেতাকর্মীদের হয়রানি বা লাঞ্ছিত করে, তাহলে আমরা প্রথমে সংসদে কথা বলব, এতে যদি কাজ না হয় তাহলে সংসদ থেকে ওয়াক আউট করা হবে।’ স্থানীয়ভাবেও কর্মসূচি দিয়ে আওয়ামী লীগকে প্রতিহত করার ঘোষণা দেন মসিউর রহমান রাঙ্গা।

২৪ জুন শুরু হওয়া চার দিনব্যাপী এই সাংগঠনিক সভায়, যারা যোগ দেননি তাদের উদ্দেশে হুঁশিয়ারি উচ্চারণ করেন রাঙ্গা। তিনি বলেন, ‘যারা চিঠি দেওয়ার পরেও আসেননি, তাদের শোকজ করা হবে। যথাযথ কারণ দেখাতে না পারলে তাদের বহিষ্কার করা হবে। যারা দলে কোন্দল করতে চায়, তাদেরকে বের করে দেওয়া হবে।’

এ সম্পর্কিত আরও খবর