র‍‍্যাব বিলুপ্তির সুপারিশ করেছে বিএনপি: মেজর হাফিজ

বিএনপি, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2024-12-10 12:05:50

র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍‍্যাব) বিলুপ্তি করার সুপারিশ করেছে বিএনপি গঠিত পুলিশ সংস্কার কমিশন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির চেয়াপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপি গঠিত পুলিশ সংস্কার কমিশনের সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

বিএনপি গঠিত পুলিশ সংস্কার কমিশনের প্রধান হাফিজ উদ্দিন আহমেদ বলেন, র‍্যাব অসংখ্য হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। তাই আমরা অন্তর্বর্তী সরকার গঠিত পুলিশ সংস্কার কমিশনের কাছে র‍্যাব বিলুপ্তির করার সুপারিশ করেছি।

জনবান্ধব, গ্রহণযোগ্য আচরণ ও বাহিনীর সদস্যদের সুরক্ষায় পুলিশ কমিশন গঠন করার প্রস্তাব বিএনপির।

এ সম্পর্কিত আরও খবর