স্মারকলিপি দিতে বিএনপির প্রতিনিধি দল ভারতীয় হাইকমিশনে

বিএনপি, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2024-12-08 13:16:19

আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা ও সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর ষড়যন্ত্রের প্রতিবাদে স্মারকলিপি দিতে ঢাকায় ভারতীয় হাইকমিশনে গেছেন বিএনপির ৬ সদস্যের প্রতিনিধি দল।

রোববার (১৪ জুলাই) দুপুর ১টা দিকে তারা হাইকমিশনে প্রবেশ করেন।

এর আগে, বেলা সাড়ে ১১টার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে পদযাত্রা শুরু হয়। বাড্ডা অভিমুখী রাস্তায় পুলিশ ব্যারিকেড দেওয়ায় দুপুর ১২টা ৩৫ মিনিটের দিকে পদযাত্রা থেমে যায়। রামপুরা ব্রিজের কাছে বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা জড়ো হয়ে স্লোগান দেন।

আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা ও সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর ষড়যন্ত্রের প্রতিবাদে এই কর্মসূচি পালন করছে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। পদযাত্রা করে সংগঠনগুলোর পক্ষ থেকে ভারতীয় হাইকমিশনে স্মারকলিপি দেওয়া হবে।

পদযাত্রায় সংগঠনগুলোর কয়েক হাজার নেতাকর্মী অংশ নিয়েছেন।

আজ সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে নয়াপল্টনে আসতে থাকেন। তারা ভারতকে বয়কট করার আহ্বান জানিয়ে বিভিন্ন শ্লোগান দেয়। পদযাত্রায় অংশ নিতে দলের প্রধান কার্যালয়ের কাছে তারা অবস্থান নেন। পরে ১১টা ৩৫ মিনিটে আনুষ্ঠানিক পদযাত্রা শুরু হয়।

এ সম্পর্কিত আরও খবর