সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ করেছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
বুধবার (৪ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় গুলশানের বাসভবন ফিরোজায় এই সাক্ষাৎ করেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান জানান, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া'র সঙ্গে সন্ধ্যা ৭টা ৩০ মিনিট গুলশান চেয়ারপার্সন বাস ভবনে সাক্ষাৎ করেন চীনের রাষ্ট্রদুত ইয়াও।
এসময় বৈঠকে উপস্থিত বিএনপি স্থায়ী কমিটি সদস্য অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন ও দলটির ভাইস-চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী।
খালেদা জিয়ার সঙ্গে দীর্ঘ এক ঘণ্টা ২০ মিনিট বৈঠক শেষে রাষ্ট্রদূত রাত ৮টা ৫০ মিনিটে বিদায় নিয়েছেন।