চট্টগ্রাম নগর বিএনপি নেতা তোতন বহিষ্কার

বিএনপি, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম | 2024-10-27 18:58:29

সন্ত্রাসী এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জ‌ড়িত থাকার অ‌ভিযোগে চট্টগ্রাম মহানগর বিএন‌পির সাবেক যুগ্ম আহবায়ক এস কে খোদা তোতনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

রোববার (২৭ অক্টোবর) দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, ‘দখল, সন্ত্রাস, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি-আদর্শ-সংহতি পরিপন্থী নানা অনাচারের কারণে চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এস কে খোদা তোতনকে প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

অবিলম্বে এ আদেশ কার্যকর হবে বলেও ওই বিবৃতিতে উল্লেখ করা হয়।

এর আগে, শনিবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় চট্টগ্রাম নগরের খুলশী থানার সেগুনবাগান এলাকায় থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. ওমর ফারুক ও থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শাহ আলমের অনুসারী মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুপক্ষের ছয়জন আহত হন। ওমর ফারুক নগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এস কে খোদা তোতনের অনুসারী। এলাকার চাঁদাবাজি, দখল ও আধিপত্য বিস্তারের জেরে এ সংঘর্ষ বলছে পুলিশ ও বিএনপি সূত্র।

এ সম্পর্কিত আরও খবর