গণফোরামের নির্বাচিতদের বক্তব্যে ‘চুপ’ বিএনপি

বিএনপি, রাজনীতি

শিহাবুল ইসলাম, স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-19 02:23:04

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী গণফোরামের দুই এমপি সংসদে যাওয়ার বিষয়ে অনেকটাই ইতিবাচক। এর আগে ঐক্যফ্রন্টের প্রধান নেতা এবং গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন নির্বাচিতদের শপথ নেওয়ার বিষয়েও ইতিবাচক মনোভাব প্রকাশ করেছিলেন। কিন্তু দলের পক্ষ থেকে জানানো হয়েছে, এমপিদের শপথ না নেওয়ার সিদ্ধান্তই বহাল থাকছে। আর এ বিষয়ে একেবারেই ‘নিশ্চুপ’ বিএনপি। দলটির কয়েকজন নেতা জানিয়েছেন, তারা এ বিষয়ে কিছুই জানেন না।

একাদশ সংসদ নির্বাচনে গণফোরাম থেকে মনোনয়ন নিয়ে ধানের শীষ প্রতীকে নির্বাচিত হয়েছেন মৌলভীবাজার-২ আসনে সুলতান মোহাম্মদ মনসুর এবং সিলেট-২ আসনে গণফোরামের প্রেসিডিয়াম সদস্য মোকাব্বির খান সূর্য প্রতীকে নির্বাচিত হয়েছেন বিএনপির সমর্থনে।

মোকাব্বির খান বার্তা২৪.কমকে বলেন, ‘আমার এলাকাবাসীর প্রত্যাশা আমি যেন সংসদ সদস্য হিসেবে শপথ নেই। আমাদের বর্ধিত সভা হয়েছে। সংসদে যাওয়ার বিষয়ে দলেরও সমর্থন আছে। কিন্তু স্যার (ড. কামাল হোসেন) দেশের বাইরে আছেন, তিনি আসলে আমরা তার সঙ্গে আলোচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে পারবো। তিনি যে সিদ্ধান্ত দেবেন সেটাই আমরা মেনে নেবো।’

এদিকে গণফোরামের দুই সদস্য শপথ নেওয়ার বিষয়ে গণমাধ্যমে যে বক্তব্য দিয়েছেন সে বিষয়ে কিছুই বলতে পারেন না বিএনপির স্থায়ী কমিটির কয়েকজন নেতা। এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বার্তা২৪.কমকে বলেন, ‘এ ব্যাপারে আমি কিছুই জানি না।’

দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বার্তা২৪.কমকে বলেন, ‘আমি কিছুই জানি না। দেশের বাইরে ছিলাম আজ দেশে এসেছি।’

দলের আরেক স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বার্তা২৪.কমকে বলেন, ‘আমি অসুস্থ, এ ব্যাপারে কিছু বলতে পারবো না। সময় অনেক আছে তখন কথা বলা যাবে।’

অবশ্য সোমবার (২৮ জানুয়ারি) বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘তারা শপথ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন কিনা- সেটা আমি জানি না। বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্টের সবাই একমত হয়েই সিদ্ধান্ত নেবেন। দলীয় সিদ্ধান্ত ছাড়া তারা কিভাবে শপথ নেওয়ার কথা বলেন। সবাই ঐক্যবদ্ধ আছে। যা করা হবে সবার সিদ্ধান্তেই হবে।’

এ সম্পর্কিত আরও খবর