বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি স্মার্ট বাংলাদেশের রূপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সাথে সাতক্ষীরা-০২ আসনে নৌকা প্রতীকে সংসদ সদস্য পদপ্রার্থী সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান বাবু সৌজন্য সাক্ষাৎ করেছেন।
বুধবার (১৩ ডিসেম্বর) গণভবনে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন আসাদুজ্জামান বাবু।
এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক শাহাজান আলী। সৌজন্য সাক্ষাতকালে আওয়ামী লীগের সভাপতি সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা প্রতীককে বিজয়ী করতে সাতক্ষীরার সকল পর্যায়ের আওয়ামী লীগ ও স্বাধীনতার সপক্ষের জনগণকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার পরামর্শ দেন। এসময় সাতক্ষীরা-০২ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া আসাদুজ্জামান বাবুর প্রতি শুভকামনা জানান তিনি। এসময় আসাদুজ্জামান বাবু প্রধানমন্ত্রীর কাছে দোয়া চান।