প্রার্থীদের ভোটের মাঠ থেকে বিতাড়নের সব ব্যবস্থা সম্পন্ন: ঐক্যফ্রন্ট

বিএনপি, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-22 15:07:22

জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষ থেকে অভিযোগ করে বলা হয়েছে, 'ধানের শীষের প্রার্থীদের নির্বাচনী মাঠ থেকে বিতাড়নের জন্য সব ব্যবস্থা সম্পন্ন করেছে সরকার। একই সঙ্গে প্রশাসন, আইন-আদালত, পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী, আওয়ামী সন্ত্রাসী বাহিনী এবং স্বয়ং নির্বাচন কমিশনও।

বুধবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর বিজয়নগরে অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ঐক্যফ্রন্টের পক্ষে এ দাবি করা হয়। লিখিত বক্তব্য পাঠ করেন জাতীয় ঐক্যফ্রন্টের সমন্বয় কমিটির প্রধান সমন্বয়ক ব্যারিস্টার জগলুল হায়দার আফ্রিক।

তিনি বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশব্যাপী জাতীয় ঐক্যফ্রন্টের ধানের শীষ প্রতীকের প্রার্থী, নেতা-কর্মী-সমর্থকদের উপর পরিচালিত হামলা-মামলা-নির্যাতন ও গণগ্রেফতার চলছেই। প্রার্থীদের উপর নৃশংস হামলা জনমনে আতঙ্কের সৃষ্টি করেছে। পুলিশি হয়রানিসহ নানামুখী সীমাহীন নির্যাতনের মুখে ঐক্যফ্রন্টের নেতা-কর্মীদের বড় একটা অংশ আজ ঘর ছাড়া। ফলে তারা নির্বাচনী কাজে অংশগ্রহণ করতে পারছেন না। পোস্টার লাগানো এবং লিফলেট বিতরণ করা যাচ্ছে না। প্রচারের মাইক ভাঙচুর এবং মাইক বহনকারী যানবাহনসহ ছিনিয়ে নিয়ে যাচ্ছে। ঐক্যফ্রন্টের প্রার্থী ও নেতা-কর্মীদের ঘরে ঘরে গিয়ে ভোট চাওয়ার পরিবেশ সম্পূর্ণ অনুপস্থিত। ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে একপক্ষীয় প্রচারণা চালাচ্ছে ক্ষমতাসীন দলের প্রার্থীরা।

ঐক্যফ্রন্টের পক্ষে আরও বলা হয়, সবার জন্য সমান সুযোগ সৃষ্টির পরিবেশ যে হয়নি, তা এখন আর হলফ করে বলার প্রয়োজন নেই। এটা এখন সবার জানা। কিন্তু এ প্রতিষ্ঠিত সত্যকে নির্বাচন কমিশন পাশ কাটিয়ে যাচ্ছে, অংশগ্রহণমূলক নির্বাচনের পথে যা বড় বাধা। এ বাধা কাটিয়ে নির্বাচন কমিশন সঠিকপথে ফিরে এসে গণমানুষের প্রত্যাশা পূরণে আন্তরিকতার পরিচয় দেবে, সে প্রত্যাশা আপামর জনতার মতো আমাদেরও। জাতীয় ঐক্যফ্রন্টকে নির্বাচনের মাঠ থেকে হটিয়ে দেওয়াসহ নানামুখী সাঁড়াশি আক্রমণ ও উসকানির পরও নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছে না।

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন, গণফোরামের সাধারণ সম্পাদক  জাতীয় ঐক্যফ্রন্টের নেতা মোস্তফা মোহসীন মন্টু, সুব্রত চৌধুরী, বিএনপির যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ।

 

এ সম্পর্কিত আরও খবর