বিএনপির উদ্যোগে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা

বিএনপি, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-29 01:19:49

বিজয় দিবস উপলক্ষে গুলশানে অবস্থিত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতার অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৮ ডিসেম্বর) সকালে সাড়ে ১০ টার দিকে শুরু হয় এ প্রতিযোগিতা। বিএনপির স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন স্বরচিত কবিতা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কমিটির উদ্যোগে এ আয়োজন হয়।

অর্ধশতাধিক শিশু-কিশোর চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতায় অংশ নেয়। সাদা কাগজে শিশু-কিশোররা, ‘আমার মা-আমার দেশ, বাংলাদেশের জাতীয় পতাকা, ধানের শীষ, মুক্তিযুদ্ধ, শহীদ মিনার, খাল-খনন, সবুজ গ্রাম’ প্রভৃতি নানা রঙ দিয়ে আঁকে।

এসময় শিশু-কিশোরদের উদ্দেশ্যে বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, তোমরা সত্য জানার চেষ্টা করো। মনে রাখবে জ্ঞান তাই; যা সত্য। মিথ্যা জানা জ্ঞান নয়। যারা মিথ্যা জানাতে চায় তারা আমাদেরকে অজ্ঞানতার অভিশাপে আবদ্ধ করতে চায়। কাজেই সত্য জানার আবেগ ও উৎসাহ আরো জাগ্রত হোক।

বিএনপির স্বাধীনতা সূবর্ণ জয়ন্তী উদযাপন স্বরচিত কবিতা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কমিটির আহবায়ক সেলিমা রহমানের সভাপতিত্বে ও সদস্য সচিব কবি আবদুল হাই শিকদারের পরিচালনায় অনুষ্ঠানে বিএনপির স্বনির্ভর বিষযক সম্পাদক শিরিন সুলতানা বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে ছিলেন, মীর নেওয়াজ আলী, সেলিম রেজা হাবিব, মেজবাহ আহমেদ, আবদুল বারী ড্যানি, আমিনুল ইসলাম, আবেদ রাজা, খান রবিউল ইসলাম রবি, ফরিদা ইয়াসমীন, মহসিন মন্টু, শাহজাহান মিয়া সম্রাট, রীতা আলী প্রমূখ নেতৃবৃন্দ।

এ সম্পর্কিত আরও খবর