সেনাবাহিনী দিয়ে ত্রাণ বিতরণের খবর অসত্য

ঢাকা, জাতীয়

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-31 16:37:26

উদ্ভূত করোনাভাইরাস পরিস্থিতিতে সরকারের দেওয়া ত্রাণ সামগ্রী শুধু সেনাবাহিনী ও নৌবাহিনী বিতরণ করবে— এমন খবর অসত্য ও বানোয়াট বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৃহস্পতিবারের বৈঠকের সূত্র ধরে বিভিন্ন সংবাদ মাধ্যমে আসা একটি সংবাদ দৃষ্টিগোচর হওয়ায় শুক্রবার (৩ এপ্রিল) এক বিবৃতিতে এ কথা জানান তিনি।

বিবৃতিতে তিনি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এরকম কোন সিদ্ধান্ত হয়নি।

ইহসানুল করিম বলেন, এখন থেকে সরকারের দেওয়া ত্রাণ সামগ্রী বিতরণ করবে শুধু সেনাবাহিনী ও নৌবাহিনী— এই মর্মে প্রচারিত একটি সংবাদ আমাদের দৃষ্টি আকর্ষণ করেছে। এই সংবাদটি সম্পূর্ণ অসত্য ও বানোয়াট।

অনুমান নির্ভর সংবাদ প্রকাশ না করে সত্যতা নিশ্চিত হয়ে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করার জন্য সংবাদ মাধ্যমগুলোর প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রীর প্রেস সচিব।

এ সম্পর্কিত আরও খবর