রাজধানীতে সেনাবাহিনীর টহল দল মাঠে নেমেছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল থেকে রাজধানীর একাধিক স্পটে টহল দিতে দেখা যায় সেনাসদস্যদের।
এসময় তারা অপ্রয়োজনে কাউকে ঘর থেকে বাইরে বের না হওয়ার জন্য মাইকিং করেন। পাশাপাশি প্রয়োজন শেষ করে দ্রুত ঘরে ফেরার আহ্বান জানান।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতররের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিদেশ থেকে ফিরে আসা ব্যক্তির অবস্থান নির্ণয় ও তাদের নিজ নিজ অবস্থানে কোয়ারেন্টাইন নিশ্চিত করাই হবে সশস্ত্র বাহিনীর মূল লক্ষ্য।