চীনের করোনা সহায়তা কুনমিং এয়ারপোর্টে, বিকেলে ঢাকায়

ঢাকা, জাতীয়

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-26 06:20:54

করোনাভাইরাস শনাক্তে ও প্রতিরোধে চীনের সহায়তা বিশেষ ফ্লাইটে বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ৯টা আসার কথা থাকলেও তা এসে পৌঁছাবে বিকাল ৪টায়। ইতিমধ্যে চীনের করোনা সহায়তা কুনমিং এয়ারপোর্টে লোড করা হয়েছে।

বাংলাদেশে চীনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন এবং কাউন্সেলর ইয়ান হুয়ালং এক বার্তায় ছবি দিয়ে এতথ্য প্রকাশ করেছেন। ছবিতে দেখা যায় সহায়তা বক্সে চীনা ও বাংলা ভাষায় লিখা 'ভালোবাসার নৌকা পাহাড় বইয়া চলে'।

এর আগে বুধবার (১৮ মার্চ) ঢাকাস্থ চীনের দূতাবাস এক বিবৃতিতে করোনা ইস্যুতে চীনের প্রেসিডেন্টের অঙ্গীকারের কথা বলেন।

বিবৃতিতে বলা হয়েছে, চীনের কুনমিং থেকে দশ হাজার টেস্টিং কিট, দশ হাজার পারসোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই) ও এক হাজার ইনফ্রারেড থার্মোমিটারসহ মেডিকেল সরঞ্জামের দ্বিতীয় চালানটি ২৬ মার্চ স্বাধীনতা দিবসে দেশে পৌঁছাবে। এর আগে প্রথম দফায় চীন বাংলাদেশকে ২ হাজার কিট ও চিকিৎসা সামগ্রী দিয়েছিল।

এ সম্পর্কিত আরও খবর