সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র।
বুধবার (২৫ মার্চ) যুক্তরাষ্ট্র এ সংক্রান্ত একটি টুইট করে এ কথা জানায়।
টুইটে বলা হয়েছে, ছয় মাসের জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দণ্ড স্থগিত করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্তকে স্বাগত জানাই। কোভিড-১৯ সঙ্কট মোকাবিলায় এমন নেতৃত্বের প্রয়োজন যা জাতীয় ঐক্যকে প্রাধান্য দেয়।
দীর্ঘ দুই বছরেরও বেশি সময় কারাবাসের পর সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শর্তসাপেক্ষে মুক্তি পেয়েছেন। ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারা, ও উপধারা -১ অনুযায়ী এটা আইনি প্রক্রিয়ায় মুক্তি পেলেন তিনি।
বিদেশে চিকিৎসার জন্য এর আগে মুক্তি চেয়ে স্বরাষ্ট্র ও আইনমন্ত্রীর কাছে চিঠি দিয়েছিল খালেদার পরিবার।
গত ১১ মাস ধরে বেগম জিয়া বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
এর আগে, ২০০৮ সালে বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে জিয়া চ্যারিটেবল ট্রাস্টের অর্থ আত্মসাতের অভিযোগে মামলা দায়ের করা হয়। এরপর ২০১৮ সালের ফেব্রুয়ারিতে মামলার রায়ে তার পাঁচ বছরের কারাদণ্ড হয়। পরে হাইকোর্ট সেই সাজা বাড়িয়ে দশ বছরের কারাদণ্ডের আদেশ দেন।