করোনাভাইরাস সংক্রমণ রোধে ডিএমপির বিশেষ উদ্যোগ

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-27 23:51:09

করোনাভাইরাস সংক্রমণ রোধে এবং নগরবাসীর স্বাস্থ্য সুরক্ষায় বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

মঙ্গলবার (২৪ মার্চ) ডিএমপি কমিশনার মোহা.শফিকুল ইসলাম এ বিশেষ উদ্যোগের নির্দেশনা দেন।

ডিএমপি কমিশনার বিশেষ নির্দেশনায় বলেন, বুধবার (২৫ মার্চ, ২০২০) থেকে প্রতিদিন দুবার করে ওয়াটার ক্যানন দিয়ে ঢাকা মেট্রোপলিটন এলাকায় জীবাণুনাশক ঔষধ ছিটানো হবে।

ডিএমপির ৮টি ওয়াটার ক্যানন ৮ ক্রাইম বিভাগে ১ম বার সকাল ১০টা থেকে ১২টা এবং ২য় বার বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জীবাণুনাশক ঔষধ ছিটাবে। যা পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত চলমান থাকবে।

এ সময় নগরবাসীগণকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের এই উদ্যোগে সহায়তা করার জন্য বিনীত অনুরোধ জানান তিনি।

এ সম্পর্কিত আরও খবর