নভেল করোনাভাইরাসের সংক্রমণ রোধে ঢাকা মহানগরের আওতাধীন নিত্য প্রয়োজনীয় ভোগ্য পণ্য ও ফার্মেসি ব্যতীত সব বাণিজ্য বিতান ও শপিং মল আগামী ২৫ মার্চ (বুধবার) থেকে ৩১ মার্চ (মঙ্গলবার) পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।
রোববার (২২ মার্চ) ঢাকা মহানগর দোকান মালিক সমিতির করোনা প্রতিরোধে করণীয় শীর্ষক এক জরুরি সভায় এ সিদ্ধান্ত হয়।
সমিতির সভাপতি তৌফিক এহেসান বলেন, মহানগরের সকল ব্যবসায়ী ও সমিতির কার্যকরি সদস্যদের সিদ্ধান্ত অনুযায়ী ঢাকা মহানগরের আওতাধীন নিত্য প্রয়োজনীয় ভোগ্য পণ্য ও ফার্মেসি ব্যতীত সব বাণিজ্য বিতান ও শপিং মল আগামী ২৫ মার্চ (বুধবার) থেকে ৩১ মার্চ (মঙ্গলবার) পর্যন্ত বন্ধ থাকবে।
তিনি ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, দেশে পর্যাপ্ত মজুদ আছে। তাই বাজার স্থিতিশীল রাখতে এবং ভ্রাম্যমাণ আদালত কর্তৃক জেল ও জরিমানা এড়াতে ন্যায্য মূল্যে সকল পণ্য বিক্রির অনুরোধ করছি।