মিটফোর্ডে নিজ উদ্যোগে মাস্ক ব্যবহারের অনুরোধ 

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-20 10:08:39

স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের কর্মকর্তা এবং রোগী ও তাদের স্বজনদের নিজ উদ্যোগে মাস্ক পরে যাওয়ার জন্য অনুরোধ জানিয়েছে প্রতিষ্ঠানটি।
 
শনিবার (২১ মার্চ) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোরশেদ রশিদের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
 
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, হাসপাতালটিতে কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, দেশের করোনাভাইরাসের সংক্রমণ আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। তাই হাসপাতালের সেবা গ্রহণের জন্য আগত রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সংক্রমণ ঝুঁকি এড়ানোর জন্য প্রতিরোধ কর্মসূচি হিসেবে হাসপাতালে কর্মরত এবং সেবা কাজের সহিত জড়িত সকলের মাস্ক ব্যবহার করা প্রয়োজন। সম্পদের স্বল্পতার জন্য হাসপাতালে তরফ থেকে সকলকে মাস্ক সরবরাহ করা যাচ্ছে না।
 
আরও বলা হয়, এমত অবস্থায় সংক্রমণের ঝুঁকি এড়ানোর জন্য সকলকে নিজ উদ্যোগে মাস্ক পরার জন্য অনুরোধ করা হলো।

এ সম্পর্কিত আরও খবর