ভাঙ্গায় নিখোঁজের ১০ দিনেও খোঁজ মেলেনি মাদরাসা ছাত্রী অনন্যা'র

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ফরিদপুর
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কাউলীবেড়া গ্রাম থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রী অনন্যার দশদিনেও খোঁজ পাওয়া যায়নি।

এ ঘটনায় বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার কাউলীবেড়া কাজী ওয়ালীউল্লাহ উচ্চ বিদ্যালয় মাঠে গ্রামবাসীর উদ্যোগে মানববন্ধন করেন। মানববন্ধনে পুলিশ প্রশাসনসহ সকল আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় অনন্যাকে খুঁজে পাওয়ার দাবি জানান।

বিজ্ঞাপন

মানববন্ধনে কান্না জড়িত কণ্ঠে অনন্যার বাবা তারা মিয়া বলেন, আজ নিখোঁজের দশদিন পার হয়ে গেলো কিন্তু আমার মেয়ের এখনো কোন খোঁজ পাই নাই।

অনন্যার মা জাহানারা বেগম বলেন, আমার আদরের অনন্যাকে আপনারা এনে দেন। আমি আমার মায়ের মুখটা একবার দেখতে চাই। আপনারা আমাদের সাহায্য করেন।

বিজ্ঞাপন

এ বিষয়ে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোকছেদুর রহমান বলেন, মেয়েটির নিখোঁজের বিষযয়ে একটি অভিযোগ পেয়েছি। আমরা বিভিন্ন থানায় খোঁজখবর নিয়েছি। মেয়েটিকে খুঁজে পেতে পুলিশ কাজ করছে।