‘করোনা মোকাবিলায় চীন থেকে বিশেষজ্ঞ নিয়ে আসা হবে’

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-21 04:20:04

করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রীর অনুমতি সাপেক্ষে চীন থেকে বিশেষজ্ঞ (এক্সপার্ট) টিম নিয়ে আসা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

শনিবার (২১ মার্চ) দুপুরে সচিবালয়ে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের জরুরি ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।

তিনি বলেন,  করোনা মোকাবিলায়  শেখ রাসেল গেস্ট্রোলিভার ইনস্টিটিউট ও শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট ব্যবহার করা হবে। এছাড়া মিরপুরে দুইটি জায়গা সেনাবাহিনীর তত্ত্বাবধানে ব্যবস্থা করা হচ্ছে।

গণমাধ্যমকে সহযোগিতা করার আহ্বান জানিয়ে স্বাস্থ্য মন্ত্রী বলেন, মানুষের মধ্যে আতঙ্ক ছড়ায় এমন খবর প্রচার করবেন না। এমন অনেক মাধ্যম আছে যেখানে খবর ভুলভাবে প্রচার করা হচ্ছে। 

তিনি বলেন, আপনারা জানেন ইতোমধ্যে প্লেন আসা যাওয়া বন্ধ হয়েছে। সকল কর্মকর্তাদের ছুটি বাতিল করেছি।   আর মাস্ক সহ অন্যান্য সরঞ্জাম আমাদের হাতে এসেছে। আমরা চীনে অর্ডার দিয়েছি। এসব সরঞ্জাম প্লেনে আসবে।

বিয়ে, ধর্মীয় সভা সমাবেশ বন্ধ করারও অনুরোধ জানিয়ে মন্ত্রী বলেন, আপনারা এখন বিয়ে, সামাজিক-ধর্মীয় সভা সমাবেশ বন্ধ রাখুন। এছাড়া অনেকে বিদেশ থেকে এসে আত্মগোপন করে আছেন। আপনাদের পরিবারকে বাঁচাতে হলেও এটা করবেন না।

এ সম্পর্কিত আরও খবর