সর্বস্ব নিয়ে গেছে সর্বনাশা আগুন

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-23 19:48:05

রাজধানীর মিরপুরের রূপনগর বস্তিতে আগুন লেগে ৫ শতাধিক ঘর পুড়ে ছাই হয়ে গেছে বলে জানিয়েছে স্থানীয়রা।

বুধবার (১১ মার্চ) সকাল পৌনে ১০টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এরপর প্রায় পৌনে ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে দুপুর সাড়ে ১২টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। এ সময় ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট কাজ করে।

রূপনগর বস্তির আগুন, ছবি: বার্তা২৪.কম

এদিকে রূপনগর বস্তিতে যখন আগুন লাগে তখন একটি গার্মেন্টসে কাজ করছিলেন মুসলিমা। তিনি ওই বস্তির বাসিন্দা। আগুন লাগার খবর পেয়ে দ্রুত ছুটে আসেন বস্তিতে। দুই সন্তান আর কাঁথা-কাপড় নিয়ে বস্তির ওই বাসা থেকে বের হতে পেরেছিলেন তিনি। আগুনে তার ঘরের সর্বস্ব পুড়ে ছাই হয়ে গেছে। এখন কোথায় যাবেন, কীভাবে থাকবেন তার হিসাব মেলাতে পারছেন না তিনি। যেন এক মুহূর্তে সব শেষ হয়ে গেল।

আগুনে সব পুড়ে যাওয়ায় খোলা আকাশের নিচে অবস্থান করেছেন বস্তির এক বাসিন্দা, ছবি: বার্তা২৪.কম

শুধু মুসলিমা নয়, তার মতো শত শত বস্তিবাসী এভাবেই চোখের সামনে ঘর পুড়তে দেখেছে। ঘরবাড়ি হারিয়ে ৫ শতাধিক মানুষ এখন খোলা আকাশের নিচে অবস্থান নিয়েছে।

আরও পড়ুন: সব পুড়ে ছাই হয়ে নিয়ন্ত্রণে রূপনগর বস্তির আগুন

এ সম্পর্কিত আরও খবর