করোনা নিয়ে অতি উৎসাহীরা বাড়াবাড়ি করছেন: আইইডিসিআর

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-26 09:37:02

রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেছেন, করোনাভাইরাস (কোভিড-১৯) নিয়ে অতি উৎসাহীরা বাড়াবাড়ি করছেন। এ নিয়ে গুজব ছড়ানোর চেষ্টা চলছে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) রাজধানীর মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তরে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

আইইডিসিআর পরিচালক বলেন, চীন থেকে আসা মানেই করোনায় আক্রান্ত না। কাউকে সচেতন করতে গিয়ে বাড়াবাড়ি করা যাবে না। দায়িত্বশীল পদে থেকে দায়িত্বশীল আচরণ করতে হবে।

তিনি বলেন, আবুধাবিতে করোনাভাইরাসে আক্রান্ত বাংলাদেশির শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে আবুধাবির স্বাস্থ্য বিভাগ জানিয়েছে। এছাড়া সিঙ্গাপুরে আক্রান্ত পাঁচ বাংলাদেশির মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। বাকিরা আগের মতই আছেন।

আইইডিসিআর-এর পক্ষ থেকে জানানো হয়, এ পর্যন্ত বিশ্বে ৭৬ হাজার ৭৬৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ২১ জন। করোনায় প্রাণহানি ২ হাজার ২৩৯ জন। গত ২৪ ঘণ্টায়- ১১৮ জন।

চীন ছাড়াও ২৬টি দেশে করোনা আক্রান্ত রোগী পাওয়া গেছে। অন্যান্য দেশে আক্রান্ত হয়েছেন ১ হাজার ২০০ জন। চীনের বাইরে মৃত্যু হয়েছে ৮ জনের।

এ সম্পর্কিত আরও খবর