চীন থেকে এখনই কেউ ফিরতে চাচ্ছেন না: পররাষ্ট্রমন্ত্রী

ঢাকা, জাতীয়

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-19 08:46:51

পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন বলেছেন, চীন থেকে বাংলাদেশিরা ফিরলে কী ধরনের চিকিৎসা পাবেন, তা বলা মুশকিল, তাই তারা এখনই দেশে ফিরতে চাচ্ছেন না।

বুধবার (২৯ জানুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ঢাকা-সিলেট ফোর লেন এবং বাদাঘাট-বিমানবন্দর বাইপাস সড়কের উন্নয়ন বিষয়ক বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, করোনা ভাইরাস আক্রান্তদের চিকিৎসায় চীন সব খরচ ও সেবা দিচ্ছে। তাই কেউ আসতে চাইছেন না। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে চীনে আটকে পড়া বাংলাদেশিদের কেউ ফিরতে চাইলে, তাদের ফেরানোর ব্যবস্থা করার নির্দেশনা দিয়েছেন আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাংলাদেশ সরকার এরই মধ্যে চীন সরকারের সঙ্গে আলোচনা শুরু করেছে বলে জানিয়েছেন তিনি।

উহান শহরে আটকে পড়া বাংলাদেশিদের বিচলিত না হয়ে চীন সরকারের নির্দেশনা মেনে চলার পরামর্শ দেন তিনি।

আব্দুল মোমেন বলেন, আমরা এ ব্যাপারে সজাগ এবং দেশেও সব ধরনের ব্যবস্থা রেখেছি। এখানে হাসপাতালগুলোও তৈরি আছে।

এ সম্পর্কিত আরও খবর