করোনা ভাইরাস নিয়ে চীনে বাংলাদেশের হটলাইন নম্বর চালু

ঢাকা, জাতীয়

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-11 13:50:46

চীনসহ বিশ্বব্যাপী করোনা ভাইরাস প্রাদুর্ভাবে, দেশটির সরকার কমপক্ষে ১৩ শহরে পরিবহণ চলাচল সীমাবদ্ধ করেছে।

এ ভাইরাস সংক্রমণ রোধ করতে চীনের কেন্দ্রীয় সরকার ভাইরাসটির উৎপত্তিস্থল উহান শহরে প্রায় ১১ মিলিয়ন নাগরিকের চলাচল সীমাবদ্ধ করে রেখেছে। দেশটিতে এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪১-এ।

এদিকে, উহান শহরে প্রায় ৩০০-৪০০ বাংলাদেশি শিক্ষার্থী রয়েছেন। বেইজিংয়ে বাংলাদেশ দূতাবাস উহানে অবস্থিত বাংলাদেশি শিক্ষার্থী এবং গবেষকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করছে।

উহান প্রবাসীরা জরুরি সহায়তা চাইলে দূতাবাস চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ স্থাপন করেছে। দূতাবাসের আধিকারিকরা চীনে বাংলাদেশ প্রবাসীদের নিরাপত্তার বিষয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে প্রতিদিন যোগাযোগ রক্ষা করে চলেছেন। এখন পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়ে কোনো বিদেশির মৃত্যুর খবর পাওয়া যায়নি।

বেইজিংয়ে বাংলাদেশ দূতাবাস যে কোনও জরুরি প্রয়োজনে একটি হটলাইন নম্বর (৮৬)-১৭৮০১১১৬০০৫। খুলেছে এবং হটলাইনটি ২৪ ঘণ্টা খোলা থাকবে। যে কোনো প্রয়োজনে প্রবাসীরা সেখানে যোগাযোগ করতে পারবেন।

এ সম্পর্কিত আরও খবর