ইউএই'তে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

ঢাকা, জাতীয়

নিউজ ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-29 07:34:57

তিন দিনের সরকারি সফরে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (১২ জানুয়ারি) ইউএই'র স্থানীয় সময় রাত ৮টা ৩০ মিনিটে আবুধাবী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে প্রধানমন্ত্রীকে বহন করা বিমানটি।

এসময় প্রধানমন্ত্রীকে স্বাগত জানান ইউএইতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহম্মদ ইমরান। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে সুসজ্জিত মোটর শোভাযাত্রা সহকারে প্রধানমন্ত্রীকে দুবাইয়ের শাংরি-লা হোটেলে নিয়ে যাওয়া হয়। ইউএই সফরকালে প্রধানমন্ত্রী এই হোটেলেই অবস্থান করবেন।

এর আগে রোববার বাংলাদেশি সময় বিকেল ৫টা ১০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ‘বিজি-০২৭’ ভিভিআইপি ফ্লাইটে আবুধাবির উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন প্রধানমন্ত্রী।

সফরে প্রধানমন্ত্রী ‘আবুধাবি সাসটেইনেবল উইক’ ও ‘জায়েদ সাসটেইনেবল অ্যাওয়ার্ড সেরিমনি’ ও অন্যান্য কর্মসূচিতে অংশ নেবেন।

সংযুক্ত আরব আমিরাত সফরের সময় ১৩ জানুয়ারি পশ্চিম এশিয়া অঞ্চলে অবস্থিত দেশসমূহ যথাক্রমে বাহরাইন, ইরান, ইরাক, কুয়েত, লেবানন, ওমান, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতগণের অংশগ্রহণে একটি ‘রাষ্ট্রদূত সম্মেলন’ (Envoys’ Conference) অনুষ্ঠিত হবে।

পরদিন বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইউএই প্রধানমন্ত্রী শেখ মোহম্মদ বিন রশিদ আল মাকতুম, আবু ধাবির যুবরাজ শেখ মোহম্মদ বিন জায়েদ বিন সুলতান আল-নাহিয়ান ও ইউএই’র প্রতিষ্ঠাতা ও প্রথম প্রেসিডেন্টের পত্নী শেখ ফাতিমা বিনতে মুবারক আল কেতবি’র সাথে দেখা করবেন। বিকেল সাড়ে ৫টায় প্রধানমন্ত্রী হল-১১, এডিএনইসি-তে ‘দ্য ক্রিটিক্যাল রোল অব উইমেন ইন ডেলিভারিং ক্লাইমেট অ্যাকশন’ এর উপর সাক্ষাৎকার অধিবেশনে যোগ দিবেন।

প্রধানমন্ত্রীর উক্ত অনুষ্ঠান সমূহে অংশগ্রহণ শেষে ১৪ জানুয়ারি ২০২০ তারিখ অপরাহ্ণে ঢাকার উদ্দেশে আবুধাবি ত্যাগ করবেন।

এ সম্পর্কিত আরও খবর