বাংলাদেশ বিশ্ব শান্তি চায়: পররাষ্ট্রমন্ত্রী

ঢাকা, জাতীয়

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-24 00:49:30

বাংলাদেশ বিশ্বজুড়ে শান্তি ও স্থিতিশীলতা দেখতে চায় বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন।

তিনি বলেছেন, ‘বিশ্বজুড়ে প্রায় ১.২২ কোটি বাংলাদেশি নাগরিক বিশ্বের বিভিন্ন স্থানে বাস করে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেখানো পথ থেকে কোনো বিচ্যুতি ছাড়াই বাংলাদেশ একটি ‘সুষম নীতি’ গ্রহণ করেছে, তা হলো সবার সঙ্গে বন্ধুত্ব এবং কারও প্রতি বিদ্বেষ নয়। আমরা সবার সঙ্গে সুসম্পর্ক রেখেছি।’

মঙ্গলবার (৭ জানুয়ারি) রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা বৃদ্ধি এবং তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাবনা সম্পর্কে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি মনে করি না তৃতীয় বিশ্বযুদ্ধ হবে।’

তিনি আরও বলেন, ‘আমরা ইরাকের বাংলাদেশ মিশনের সঙ্গে যোগাযোগ করছি। সেখানে বাংলাদেশি নাগরিকরা নিরাপদ রয়েছে। কারণ, সেখানে কিছু নির্দিষ্ট স্থানে আক্রমণ হয়েছে, সেহেতু তারা নিরাপদে থাকবে।’

বিশ্বব্যাপী শান্তি নিয়ে তিনি বলেন, ‘শান্তি ও স্থিতিশীলতা অবশ্যই দরকার। বিশ্বের যেকোনো অংশে শান্তি ও স্থিতিশীলতা বাধাগ্রস্ত হলে নেতিবাচক প্রভাব পড়বে ‘

এর আগে, বাগদাদে বাংলাদেশের রাষ্ট্রদূত আবু মাকসুদ এম ফরহাদ ইরাকে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের সকল প্রকার সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছিলেন এবং তাদের উদ্বিগ্ন না হওয়ার অনুরোধ করেন।

একটি ভিডিও বার্তায় তিনি বলেছিলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৪ ঘণ্টা তাদের অবস্থার বিষয়ে যোগাযোগ করছেন এবং খোঁজখবর নিচ্ছেন। যেকোনো প্রয়োজনের জন্য ২৪ ঘণ্টা মিশন প্রস্তুত থাকবে।’

প্রায় ২ লক্ষাধিক বাংলাদেশি ইরাকে বসবাস করছেন বলে ধারণা করা হচ্ছে।

শুক্রবার বাগদাদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস মধ্য-প্রাচ্যের দেশটির বর্তমান নিরাপত্তা পরিস্থিতি বিবেচনা করে ইরাকে প্রবাসী বাংলাদেশিদের সজাগ থাকার এবং সতর্কতা বজায় রাখার জন্য অনুরোধ করেছে।

জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো অনুসারে, গত ২০০৯ থেকে নভেম্বর মাসের মধ্যে ৭৫ হাজার ৭৪৮ জন বাংলাদেশি কাজের জন্য ইরাকে গিয়েছেন।

এ সম্পর্কিত আরও খবর