'ভারত থেকে আসছে ২০টি লোকোমোটিভ'

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-25 03:25:13

রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, 'ভারতীয় রেলওয়ে থেকে বাংলাদেশ রেলওয়ের জন্য দশটি মিটারগেজ এবং দশটি ব্রডগেজ লোকোমোটিভ বিনা ভাড়ায় সংগ্রহের কাজ চলমান রয়েছে। যা খুব শীঘ্রই বাংলাদেশে নিয়ে আসা হবে'।

মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে রেল ভবনে সরকারের ১ বছর পূর্তিতে রেলপথ মন্ত্রণালয়ের অর্জন তুলে ধরে সংবাদ সম্মেলনে বার্তা২৪.কমের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

এই প্রকল্পের বিষয়ে মন্ত্রী বিস্তারিত জানানোর জন্য বাংলাদেশ রেলওয়ের মহাব্যবস্থাপক মো. শামসুজ্জামানকে নির্দেশ দেন। এসময় তিনি বলেন, 'ভারত থেকে দশটি মিটারগেজ এবং দশটি ব্রডগেজ লোকোমোটিভ আনার জন্য আমাদের একটা কমিটি করা হয়েছিল জয়েন্ট সেক্রেটারি মহোদয়ের তত্ত্বাবধানে। এই কমিটির কারিগরি টিম ভারতের যেখান থেকে এসব ইঞ্জিন নিয়ে আসা হবে সেসব জায়গা গুলো ঘুরে দেখেছেন। গত তিনদিন আগে আমাদের টিম দেশে এসেছে তারা রিপোর্ট দিলে তার প্রেক্ষিতে আলোচনা করে আমরা ইঞ্জিনগুলো ভারত থেকে নিবো। সেক্ষেত্রে খুব শীঘ্রই আসবে বলে আমরা আশা করছি।'

এর আগে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন আরো বলেন, 'দুর্নীতিমুক্ত রেল ব্যবস্থা গড়ে তোলা হবে। তাছাড়া দুর্ঘটনা প্রতিরোধে বাংলাদেশ রেলওয়েতে আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দুর্ঘটনা রোধ করা হবে। জনগণকে নিরাপদ এবং আরামদায়ক সেবা দিতে রেলকে পুরোপুরি আধুনিকায়ন করা হচ্ছে। টিকিট ব্যবস্থাকে স্বচ্ছ করার জন্য রেলের টিকিট কাটার ক্ষেত্রে কোটা সিস্টেম তুলে দেওয়া হয়েছে।'

এছাড়া মন্ত্রী আরো বলেন, 'যমুনা সেতুর উজানে আরেকটি বঙ্গবন্ধু রেল সেতু নির্মাণের কাজ আগামী মার্চ মাসেই শুরু হবে। ২০২৩ সাল নাগাদ এই সেতুর নির্মাণ কাজ শেষ হতে পারে।'

এ সময় মন্ত্রী আরো বলেন, আগামী ১০ তারিখ থেকে কিছু ট্রেনের সময় সূচিতে পরিবর্তন নিয়ে আসা হচ্ছে। এবং আন্তঃনগর কিছু ট্রেনের নতুন করে কিছু স্টেশনে বিরতি দেওয়ার হবে এবং কিছু স্টেশন থেকে বিরতি বন্ধ করে দেওয়া হবে।

মন্ত্রী আরো বলেন, আগামী ২৬ তারিখে নতুন ট্রেন চালু করা হবে। তারমধ্যে আর ঢাকা-জামালপুর রুটে নতুন ট্রেন জামালপুর এক্সপ্রেস চালু করা হবে। পাবনা এক্সপ্রেস ট্রেনের রুট ঢালারচর পর্যন্ত এবং ফরিদপুর- রাজবাড়ির- ভাটিয়াপাড়া রুটে চলাচলকারী ফরিদপুর এক্সপ্রেস ট্রেনের রুট ভাঙ্গা পর্যন্ত বর্ধিত করা হয়েছে। তাছাড়া উদয়ন এক্সপ্রেসের নতুন কিছু কোচ প্রতিস্থাপন করা হবে । যা এই দিনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করবেন।

এ সম্পর্কিত আরও খবর