গত কয়েকদিন ধরে রাজধানী ঢাকাসহ সারাদেশের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেয়েছে। মাঝেমধ্যে আকাশ মেঘলা থাকলেও সূর্যের দাপট ছিল বেশ। কিছুটা কমেছিল ঠান্ডার প্রকোপ।
এদিকে শুক্রবার (৩ জানুয়ারি) ভোর থেকে রাজধানীর বিভিন্ন স্থানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। এতে ঠান্ডা বৃদ্ধি পেয়ে জনজীবনে স্থবিরতা নেমেছে। কর্মজীবী মানুষদের ঘর থেকে বের হতে বেগ পেতে হচ্ছে।
আবহাওয়া অফিস বলছে, শুক্রবার ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এতে তাপমাত্রা ৩-৪ ডিগ্রি কমে আসতে পারে।
ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াস। গত বৃহস্পতিবার ছিল ১৫.৬ ডিগ্রি সেলসিয়াস। এদিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল তেঁতুলিয়ায় ১১.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ ছিল ঢাকায় ২৮ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে রাজধানী ঢাকা ছাড়াও শুক্রবার ভোর থেকে বরিশাল, চাঁদপুর, মেহেরপুর, হবিগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় বৃষ্টি হচ্ছে বলে জানা গেছে।