আবদুল্লাপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-25 04:02:31

রাজধানীর আবদুল্লাপুরে বকেয়া বেতনের দাবিতে টপ জিন্স লি. নামে একটি গার্মেন্টসের শ্রমিকরা সড়ক অবরোধ করেছে।

সড়ক অবরোধের কারণে এয়ারপোর্ট থেকে আবদুল্লাপুর পর্যন্ত যানচলাচল ব্যাহত হচ্ছে। ফলে সাধারণ মানুষদের পোহাতে হচ্ছে ভোগান্তি।

শনিবার (২১ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে শ্রমিকরা সড়ক অবরোধ করে।

এ সময় শ্রমিকরা জানান, কারখানা যখন ভালোভাবে চলছিল তখন মালিক হঠাৎ করে বন্ধ করে দেয়। কিন্তু নিয়ম অনুযায়ী একজন শ্রমিকের দেনা পাওনা বুঝিয়ে দেইনি। শুধু তাই নয় শ্রমিকদের চার মাস ১৩ দিনের বেতন মালিকের কাছে বকেয়া রয়েছে। দ্রুত তাদের বকেয়া বেতন মালিক পরিশোধ করে দিক এটাই তাদের দাবি। আর দাবি না মানলে তারা রাস্তা ছাড়বে না।

এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার ডিইউটি অফিসার উপ-পরিদর্শক আসমাউল হাসনা বলেন, ঘটনাস্থলে আমাদের লোকজন রয়েছে। মালিক পক্ষকেও ডেকে আনা হয়েছে। দুই পক্ষের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে।

এ সম্পর্কিত আরও খবর