পররাষ্ট্রমন্ত্রীর দিল্লি সফর বাতিল

ঢাকা, জাতীয়

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-30 04:14:06

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন তার নির্ধারিত দিল্লি সফর বাতিল করেছেন। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) তিনটায় তার দিল্লি যাওয়ার কথা ছিল।

ভারত মহাসাগর সংলাপের (আইওডি) ষষ্ঠ সংস্করণে অংশ নিতে তার দিল্লি সফরের কথা ছিল। 

শুক্রবার আইওডি সংলাপ অনুষ্ঠিত হবে। দ্বিপক্ষীয় ইস্যুতে ভারতের বিদেশমন্ত্রী সুব্রামানিয়াম জয়শঙ্করের সঙ্গে আলোচনায় বসার কথা ছিল পররাষ্ট্রমন্ত্রী মোমেনের।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, আন্তর্জাতিক বিচার আদালতে রোহিঙ্গা গণহত্যার অভিযোগের শুনানির জন্য বর্তমানে পররাষ্ট্র সচিব নেদারল্যান্ডসের দ্য হেগ শহরে অবস্থান করছেন। অন্যদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম দ্বিপাক্ষিক সফরে স্পেন যাচ্ছেন। এর সঙ্গে বিজয় দিবসের ব্যস্ততা; তাই পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন ভারত সফর বাতিল করেছেন।     

আরও পডুন: বৃহস্পতিবার দিল্লি যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

এ সম্পর্কিত আরও খবর