গেল বছরের ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আন্দোলন চলাকালে ঢাকার রামপুরায় ছাত্রকে গুলি করার মামলায় পুলিশের সহকারী উপ-পরিদর্শক চঞ্চল চন্দ্র সরকারকে গ্রেফতার করা হয়েছে।
রোববার (২৬ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তানভীর হাসান জোহার নেতৃত্বে ঢাকা মহানগর পুলিশের একটি দল তাকে দীঘিনালা থানা থেকে গ্রেফতার করে।
বিষয়টি নিশ্চিত করেছেন দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া।
তিনি জানান, রোববার রাত সাড়ে ৯টার দিকে ঢাকা মহানগর পুলিশের একটি দল ও ট্রাইব্যুনালের প্রসিকিউটরের নেতৃত্বে থানার ভেতর থেকে এএসআই চঞ্চল চন্দ্র সরকারকে গ্রেফতার করে নিয়ে যায়। ঢাকার রামপুরা থানার মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
প্রসঙ্গত, গেল বছরের ১৯ জুলাই ছাত্রদের আন্দোলন চলাকালে ঢাকার রামপুরা এলাকায় নিমার্ণাধীন ভবনের উপর উঠে আমির হোসেন নামে এক ছাত্রকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে এএসআই চঞ্চল চন্দ্র সরকার। তবে এ ঘটনায় ভাগ্যক্রমে বেঁচে যান আমির।