সিঁধ কেটে মা-মেয়েসহ ৩ জনকে কুপিয়ে জখম

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ফরিদপুর | 2025-01-23 21:11:09

পিরোজপুরের ইন্দুরকানীতে মা-মেয়েসহ ৩ জনকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাতের প্রথম প্রহরে উপজেলার বালিপাড়া ইউনিয়নের ঢেপসাবুনিয়া গ্রামের মৃধার হাট এলাকায় এই ঘটনা ঘটে। আহতের আত্মীয়রা জানায়, আহতের স্বামী মো. জাহাঙ্গির হোসেন বাড়ি না থাকায় একদল দুর্বৃত্ত তার ঘরের সিঁধ কেটে প্রবেশ করে স্ত্রী জেসিমন বেগম (৪৫), মেয়ে ইয়ানা আক্তার (১৩) ও নাতনী জুয়েনা (১৩)কে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে গুরুতর জখম করে। পরে তাদের চিৎকারে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহত জেসমিন বেগমের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

আহত জেসমিন বেগমের ভাশুর আবু হানিফ জানান, বৃহস্পতিবার সকালে আমার ভাইয়ের নাতনী আহত অবস্থায় আমাদের ডাকলে আমরা ভাইয়ের বাসায় গিয়ে তার স্ত্রী, মেয়ে ও নাতিকে উদ্ধার করে হাসপাতালে পাঠাই। তবে কে বা কারা কুপিয়েছে তা আমরা জানি না। আমরা অপরাধীদের কঠোর শাস্তি চাই।

ইন্দুরকানী থানার ওসি (তদন্ত) মো. হেলাল উদ্দিন জানান, এঘটনায় মামলার প্রস্তুতি চলছে। জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসা হবে।

এ সম্পর্কিত আরও খবর