পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন: জরিমানা সাড়ে ৬ লাখ

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুষ্টিয়া | 2025-01-23 20:47:10

কুষ্টিয়ার মিরপুরে পদ্মা নদী থেকে অবৈধভাবে উত্তোলন ও বালু পরিবহনের দায়ে ৬ টি বাল্কহেড আটক করেছে উপজেলা প্রশাসন।

পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৫ বাল্কহেডের প্রত্যেক মালিককে ১ লাখ ৩০ হাজার টাকা করে মোট ৬ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এবং ১টি বাল্কহেডের কোন মালিক না পাওয়ায় সেটি নৌ পুলিশ এর জিম্মায় রাখা হয়।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুপুরে মিরপুর উপজেলার তালবাড়ীয়া ইউনিয়নের রানাখড়িয়া সর্দারের ঘাট এলাকায় এ অভিযান চালানো হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী মো: মেশকাতুল ইসলাম।

তিনি জানান, পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে নৌপথে যাওয়ার সময় অবৈধ এসব বালুবোঝাই বাল্কহেড আটক করা হয়। এসময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন,২০২৩ মোতাবেক আটককৃত বাল্কহেড ৫ জনের প্রত্যেককে ১ লাখ ৩০ হাজার টাকা করে মোট ৬ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়াও ১টি বাল্কহেডের কোন মালিক না পাওয়ায় সেটি নৌ পুলিশ এর জিম্মায় রাখা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মো: মেশকাতুল ইসলাম বলেন, পদ্মা নদী থেকে অবৈধভাবে কেউ যাতে বালু উত্তোলন করতে না পারে সেই লক্ষ্যে এই অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে সেনাবাহিনীর সদস্য ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও খবর