ঢাকায় ১০ হাজার অঙ্গীভূত আনসার সদস্যের মাঝে কম্বল বিতরণ

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2025-01-23 20:06:35

ঢাকা মহানগর আনসারের আওতাধীন চারটি জোনে অঙ্গীভূত আনসার সদস্যদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার ( ২৩ জানুয়ারি) সকাল ১০টায় চার জোনে মোট ১০ হাজার ৩২০ জন অঙ্গীভূত আনসার সদস্যদের মাঝে এ কম্বল বিতরণ করা হয়।

এর আগে, গতকাল চট্টগ্রাম নগরীর অঙ্গীভূত আনসার সদস্যদের মাঝে কম্বল বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

আনসার সদর দফতর সূত্রে জানা গেছে, রাজধানীতে বিভিন্ন প্রতিষ্ঠানের নিরাপত্তার দায়িত্বে থাকা এ সকল অঙ্গীভূত আনসার সদস্যদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

ঢাকার পূর্ব জোনে দুই হাজার, পশ্চিম জোনে ১ হাজার ৯৪১টি, উত্তর জোনে ৩ হাজার ৫৭৯টি এবং দক্ষিণ জোনে ২ হাজার ৮০০টি কম্বল বিতরণ করা হয়।

সংশ্লিষ্ট জোন কমান্ডারদের উপস্থিতিতে এই কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়।

এ সম্পর্কিত আরও খবর