নিখোঁজের তিন দিন পর মিলল আদিবার মৃতদেহ

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চাঁদপুর | 2025-01-23 19:51:04

নিখোঁজের তিনদিন পর খেলার মাঠ থেকে গোলাপ ফুল দেওয়ার কথা বলে নিয়ে যাওয়া শিশু আদিবার মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৩ জানুুয়ারি) বিকেলে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও ইউনিয়নের পাঁচদোনা গ্রামের একটি ময়লার স্তুপ থেকে মৃতদেহ উদ্ধার করা হয়।

এর আগে গত সোমবার (২০ জানুয়ারি)  বিকেলে সহপাঠীদের সঙ্গে খেলতে গিয়ে নিখোঁজ হয় আদিবা।

তার সঙ্গে থাকা সহপাঠী তাসফিয়ার তথ্যমতে, গোলাপ ফুল দেওয়ার কথা বলে ইমন নামের এক যুবক আদিবাকে নিয়ে যায়। সেই সূত্র ধরে আদিবার মা মতলব দক্ষিণ থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। ওই মামলায় পুলিশ একই গ্রামে থাকা ইমন ও ইয়াছিন নামের দুইজনকে গ্রেফতার করে জেলহাজতে পাঠায়।

শিশু আদিবা পাঁচদোনা গ্রামের প্রবাসী আলাউদ্দিন প্রধানীয়ার কন্যা।

এলাকাবাসী ও পরিবার জানায়, নিখোঁজের পর থেকে মাইকিং ও বিভিন্নভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়েছে। পুলিশ দুইজনকে গ্রেফতার করলেও আদিবার সন্ধান দিতে না পারায় বৃহস্পতিবার এলাকায় মানববন্ধন ও সড়ক অবরোধ করে এলাকাবাসী।

পরে থানা পুলিশ ও ফায়ার সার্ভিস এসে এলাকার বিভিন্ন পুকুর ও নির্জন স্থানে আদিবাকে খুঁজতে গিয়ে ময়লার স্তুপের ভেতরে সন্ধান পায়।

খবর পেয়ে ছুটে আসেন আদিবার সহপাঠী তাসফিয়া। সে আদিবার মৃতদেহ দেখে কান্নায় ভেঙে পড়েন।

কান্নাজড়িত কণ্ঠে তাসফিয়া বলেন, আমি আদিবার সঙ্গে যেতে চেয়েছিলাম। ইমন আমাকে ধমক দিয়ে বসিয়ে রাখে। আদিবার জন্য অনেকক্ষণ বসে ছিলাম। ইমন আর আদিবা কেউই আসেনি। আদিবাকে একটি গোলাপ ফুল দিবে বলে আমার কাছ থেকে নিয়ে যায় ইমন।

জানতে চাইলে আদিবার পরিবার বলেন, আদিবার সঙ্গে কিসের শত্রুতা ছিল ইমনের তা আমাদের জানা নেই।

মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মো. সালেহ আহম্মেদ বলেন, নিখোঁজের পর থেকে আমাদের তদন্ত কাজ চলছে। ইতোমধ্যে অপহরণ মামলা নিয়ে দুইজনকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে।

ফায়ার সার্ভিস ও পুলিশের একাধিক টিম এলাকাবাসীকে সঙ্গে নিয়ে আজ আদিবাকে খোঁজা হয়। তার মৃতদেহের সন্ধান পেয়ে উদ্ধার করেছি। ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।

অন্যদিকে মামলার তদন্তকাজ চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে।

এ সম্পর্কিত আরও খবর