সালমান এফ রহমানের জমি ও গুলশানের ফ্ল্যাট জব্দ

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2025-01-23 18:36:59

সাবেক প্রধানমন্ত্রীর বেসরকরি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা ও বেক্সিমকো গ্রুপের মালিক সালমান এফ রহমান ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি প্রতিষ্ঠানের ২৫০ কোটির সম্পদ জব্দ করা হয়েছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) আবেদনের প্রেক্ষিতে আদালত এই সম্পদ জব্দের আদেশ দিয়েছেন। এতে ঢাকার দোহার এলাকায় ২ হাজার শতাংশ জমি ও স্থাপনা, রাজধানীর গুলশানে ছেলের দুটি বিলাশবহুল ফ্ল্যাট রয়েছে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সিআইডির মিডিয়া শাখা থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সালমান এফ রহমান এপোলো অ্যাপারেলস ও কাঁচপুর অ্যাপারেলস লিমিটেডের নামে ২১টি এলসি’র (বিক্রয় চুক্তি) মাধ্যমে দুবাইয়ে ছেলের প্রতিষ্ঠান আরআর গ্লোবালে ২ কোটি ৬০ লাখ ডলারের বেশি পাচার করেছেন। বৈদেশিক বাণিজ্যের আড়ালে বিদেশে টাকা পাচারের এই ঘটনায় অর্থ পাচার আইনে মামলা করছে সিআইডি। বৃহস্পতিবার এই মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত প্রায় ২৫০ কোটি বাজারমূল্যের এই সম্পদ জব্দের আদেশ দেন।

মামলায় সালমান এফ রহমান ছাড়াও অভিযুক্তদের মধ্যে রয়েছেন, বেক্সিমকো গ্র“পের শেয়ার হোল্ডার এবং ডিরেক্টর এ এস এফ রহমান, এপোলো এপারেলস লিমিটেডের শেয়ার হোল্ডার এবং ডিরেক্টর সৈয়দ ফরিদুজ্জামান, সংযুক্ত আরব আমিরাতের আরআর গ্লোবাল ট্রেডিংয়ের মালিক আহমেদ শায়ান ফজলুর রহমান ও আহমেদ শাহরিয়ার রহমান।

সিআইডি জানায়, পাচারে অভিযুক্তদের জব্দ হওয়া সম্পদের মধ্যে রয়েছে ঢাকা জেলার দোহার এলাকায় সর্বমোট ১হাজার ৯৬৭ দশমিক ৯১৯ শতাংশ জমি এবং জমিতে নির্মিত স্থাপনা। রাজধানীর গুলশান এলাকায় ’দ্য এনভয় ৮৪ গুলশান ২’ নামক ভবনে সালমানের ছেলে অভিযুক্ত আহমেদ শায়ান ফজলুর রহমানের নামে ৬হাজার ১৮৯ দশমিক ৫৪ বর্গফুটের একটি ফ্ল্যাট। এছাড়াও গুলশান আবাসিক এলাকায় ৩১নম্বর প্লটের উপর নির্মিত ট্রিপ্লেটস নামে ৬ তলা ভবনের ২য় ও ৩য় তলার ২হাজার ৭১৩দশমিক ১৯ বর্গফুটের ডুপ্লেক্স বিলাশবহুল ফ্ল্যাট রয়েছে।

এ সম্পর্কিত আরও খবর