অটোরিকশায় ফেলে যাওয়া ব্রিটিশ নাগরিকের পাসপোর্টসহ হাতব্যাগ উদ্ধার

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম | 2025-01-22 16:37:58

চট্টগ্রামে সিএনজিতে (অটোরিকশা) ভুল করে ফেলে যাওয়া হাতব্যাগ উদ্ধার করেছে কোতোয়ালী থানা পুলিশ। ব্যাগটিতে ছিল ২টি ব্রিটিশ পাসপোর্ট, নগদ ৩ লাখ টাকা, একটি চেক বই, মোবাইল সেটসহ প্রয়োজনীয় জিনিসপত্র।

মঙ্গলবার (২১ জানুয়ারি) রাত ৮টায় বাকলিয়া থানা এলাকা থেকে ব্যাগটি উদ্ধার করা হয়।

এর আগে সকাল সাড়ে ১১টার দিকে নগরের জুবিলী রোডের টাওয়ার ইন হোটেল থেকে সিএনজিতে লাভ লেইনের ইস্টার্ন ব্যাংকের সামনে নামার সময় ব্যাগটি ভুলে ফেলে যান দুই ব্রিটিশ নাগরিক তাফিকা চৌধুরী (৭৬) ও তার স্বামী মো. ওয়াসিউর রহমান (৮৪)। পরে তারা কোতোয়ালী থানা, জেলা প্রশাসক ও ব্রিটিশ হাই-কমিশনে বিষয়টি জানান।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল করিম বলেন, সিসিটিভি ফুটেজ ও তথ্য প্রযুক্তির সহায়তায় সিএনজিচালিত অটোরিকশাটি শনাক্ত করা হয়। অভিযান চালিয়ে বাকলিয়া এলাকা থেকে ব্যাগটি উদ্ধার করা হয়।

হারিয়ে যাওয়া জিনিসপত্র অক্ষত অবস্থায় ফিরে পেয়ে খুশি ওই দুই ব্রিটিশ নাগরিক।

এ সম্পর্কিত আরও খবর