ময়মনসিংহে বিদেশি পিস্তলসহ গ্রেফতার ছাত্র দল নেতা

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ময়মনসিংহ | 2025-01-21 18:14:45

ময়মনসিংহে বিদেশি পিস্তলসহ বুলবুল আহম্মেদ সজীব (৩০) নামে এক ছাত্রদল নেতাকে গ্রেফতার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তার কাছ থেকে ৫ রাউন্ড গুলি ও ১টি ম‍্যাগজিন জব্দ করা হয়। এ ঘটনাা অভিযুক্ত ছাত্রদল নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বুলবুল আহমেদ সজীব বলাশপুর এলাকার মরাখলা এলাকার মৃত এমরান হোসেনের ছেলে। তিনি মহানগর ছাত্রদলের যুগ্ন-সাধারণ সম্পাদক।

মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের (ওসি) মো. আবুল হোসেন এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গতকাল সন্ধ্যায় নগরীর বলাশপুর মরাখলা এলাকা থেকে বুলবুল আহমদ সজীবকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়। সজীবকে আটক করে থানায় নেওয়ার পথে তার সমর্থকেরা বাধা প্রধান করেন। এসময় তাকে ছিনিয়ে নিতে পুলিশের দুইটি গাড়ী ভাঙচুর করা হয় এবং উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম আহত হয়েছে। এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় দুইটি মামলা দায়ের হয়েছে। আসামিদের গ্রেফতারে অভিযান চলমান আছে। সেই সঙ্গে এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখা হবে।

এদিকে অস্ত্রসহ গ্রেফতারের পর ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি বুলবুল আহম্মেদ সজীবকে তার পদ থেকে বহিস্কার করেছে।

ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত বহিস্কারাদেশের উল্লেখ করা হয়, জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক শৃংখলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ময়মনসিংহ মহানগর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক বুলবুল আহমেদকে সাংগঠনিক পদ থেকে বহিস্কার করা হলো। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেন এবং তার সাথে কোনোরূপ সম্পর্ক না রাখার জন্য নির্দেশ প্রদান করেন।

এ সম্পর্কিত আরও খবর