চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে অভিযান চালিয়ে দালাল চক্রের ১১ জন সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)।
রোববার (১৯ জানুয়ারি) সকালে এ অভিযান পরিচালিত হয়।
চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউসুফ হাসান জানিয়েছেন, আটক ১১ জনের মধ্যে তিনজনকে ১৫ দিনের কারাদণ্ড, পাঁচজনকে সাত দিনের কারাদণ্ড এবং বাকি তিনজনকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।
র্যাব-৭ এর উপ-অধিনায়ক মেজর সানরিয়া চৌধুরী বলেন, হাসপাতালে দালাল চক্রের কর্মকাণ্ড বন্ধে এ অভিযান পরিচালনা করা হয়েছে। ভবিষ্যতেও এ অভিযান অব্যাহত থাকবে।