পঞ্চগড়ে বেড়েছে শীতের তীব্রতা
উত্তরের জনপদ পঞ্চগড়ে শীতের তীব্রতা দিন দিন বাড়ছে। ঘন কুয়াশার কারণে দিনের বেলায় সূর্যের আলো মিলছে না, আর আলো মিললেও তাতে উত্তাপ ছড়াতে পারছে না সূর্য।
সোমবার (২০ জানুয়ারি) সকাল ৯টায় তেঁতুলিয়ায় তাপমাত্রা ১০ দশমিক ৫ ডিগ্রিতে নেমে আসে। এর আগে রোববার (১৯ জানুয়ারি) সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।
শীতের কারণে আয় রোজগার কমেছে নিম্নআয়ের মানুষদের। ঠিকমতো কাজে যেতে না পারায় দুর্ভোগে পড়েছেন ভ্যানচালক, পাথর শ্রমিক, চা শ্রমিক, দিনমজুর থেকে নিম্ন আয়ের মানুষ।
স্থানীয়রা বলছেন, তাপমাত্রা ওঠানামা করছে। কুয়াশার সঙ্গে বইছে ঠান্ডা বাতাস। এমন শীতে পরিবারের কেউ না কেউ জ্বর, সর্দি, শ্বাসকষ্টসহ অন্যান্য রোগে আক্রান্ত হচ্ছেন।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, মৌসুমি বায়ু সক্রিয় থাকায় এবং আকাশে মেঘ থাকার কারণে ঘন কুয়াশা দেখা যাচ্ছে। জানুয়ারি মাস জুড়ে আরও কয়েকটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।