লোহাগাড়ায় প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা, তদন্ত চলছে
চট্টগ্রামের লোহাগাড়ার কলাউজান ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ হাবিবুর রহমানের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম এবং সাংবাদিক ওমর ফারুক মোহাম্মদ মাসুম ও স্বৈরাচারবিরোধী আন্দোলনের ছাত্র সমন্বয়ক এইচআর শহীদের ওপর সশস্ত্র হামলাসহ বিভিন্ন অভিযোগ এনে অনাস্থা জানিয়েছেন ১০ ইউপি সদস্য।
অনাস্থা জানানো সদস্যরা হলেন- ১ নম্বর ওয়ার্ডের মো. বাবুল, ২ নম্বর ওয়ার্ডের আবদুর রহিম, ৩ নম্বর ওয়ার্ডের বশিরুল আলম শরীফ, ৫ নম্বর ওয়ার্ডের এম. খোরশেদ আলম, ৬ নম্বর ওয়ার্ডের ফরমান উল্লাহ, ৭ নম্বর ওয়ার্ডের মাহমুদুল হক, ৮ নম্বর ওয়ার্ডের মো. আইয়ুব, ৯ নম্বর ওয়ার্ডের সেলিম উদ্দীন, সংরক্ষিত ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের পারভীন আক্তার এবং ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের শাহনাজ বেগম।
ওয়ার্ড সদস্যদের অভিযোগে বলা হয়েছে, প্যানেল চেয়ারম্যান হাবিবুর রহমান বিভিন্ন সময়ে দুর্নীতির মাধ্যমে পরিষদের কার্যক্রম ব্যাহত করেছেন এবং স্বচ্ছতা বজায় রাখতে ব্যর্থ হয়েছেন। শিক্ষাগত যোগ্যতার অভাব, সঠিকভাবে স্বাক্ষর করতে না পারা এবং নথি পাঠে অক্ষমতার কারণে পরিষদের কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি হচ্ছে।
এতে আরও উল্লেখ করা হয়, তিনি শিক্ষার্থী ও সাংবাদিকের ওপর হামলা চালিয়ে দায়িত্বে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছেন। তার আচরণ প্যানেল চেয়ারম্যানের দায়িত্বের সাথে সম্পূর্ণ অসামঞ্জস্যপূর্ণ। এসব কারণে পরিষদের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে না এবং সাধারণ জনগণ ক্ষতিগ্রস্ত হচ্ছে।
উত্তর কলাউজান ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য বশিরুল আলম শরীফ জানিয়েছেন, ইউএনওকে অনাস্থা প্রস্তাব দেওয়ার পর তিনি তদন্ত কমিটি গঠন করেছেন। তদন্ত প্রতিবেদন সোমবার জমা দেওয়া হবে। সেদিন শুনানি শেষে সিদ্ধান্ত নেওয়া হবে।
লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইনামুল হাছান জানিয়েছেন, অনাস্থার বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর (ইউডিএফ) রানাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর (ইউডিএফ) কর্মকর্তা মো. আবু সাঈদ রানা বার্তা২৪.কমকে বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এখন কিছু বলতে পারছি না। তদন্ত শেষ করে প্রতিবেদন জমা দেব দ্রুত।