ব্যারাক থেকে নারী কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, পটুয়াখালী | 2025-01-19 15:44:24

পটুয়াখালী পুলিশ লাইনের নারী ব্যারাক থেকে কনস্টেবল তৃষা বিশ্বাসের (২২) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি পটুয়াখালী জেলায় চাঞ্চল্য সৃষ্টি করেছে।

রোববার (১৯ জানুয়ারি) সকালে অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) আহমাদ মাইনুল হাসান নিশ্চিত করেছেন যে, মরদেহটি ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

তৃষা বিশ্বাস মাদারীপুর জেলার ডাসার থানার পূর্ব কমলাপুর গ্রামের কৃষ্ণ বিশ্বাসের কন্যা। মাত্র কয়েক মাস আগে, ২০২৩ সালের ৯ নভেম্বর, তিনি পুলিশে যোগ দেন।

তৃষার সহকর্মীদের বরাত দিয়ে জানা যায়, তিনি সম্প্রতি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। পারিবারিক সমস্যার কারণে চিকিৎসকের পরামর্শে হাসপাতালে ভর্তি হওয়ার কথা থাকলেও তা তিনি করেননি।

ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট পুলিশ বিভাগ।

এ সম্পর্কিত আরও খবর