রাজধানীর মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) সামনে পাহাড়ি ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। মামলায় গ্রেফতার দুজনসহ অজ্ঞাতনামা প্রায় ৩০০ জনকে আসামি করা হয়েছে।
শুক্রবার (১৭ জানুয়ারি) মতিঝিল থানায় পাহাড়ি ছাত্র পরিষদ ঢাকা মহানগরের সভাপতি জগদীশ চাকমা বাদী হয়ে মামলাটি করেন। মামলা নম্বর ১২।
বিষয়টি নিশ্চিত করেছেন মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন।
তিনি বলেন, আদিবাসী শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। আমরা জড়িতদের গ্রেফতারে কাজ করছি।
এর আগে গত বুধবার ‘সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতার’ ব্যানারে একটি দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ সমাবেশ শেষে মতিঝিলের এনসিটিবি কার্যালয় ঘেরাও করতে যায়। সেখানে ‘স্টুডেন্টস ফর সভারেন্টি’ ব্যানারের একটি দলের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে। সংঘর্ষে নারীসহ কয়েকজন আহত হন এবং তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. আব্বাস ও আরিফ আল কবির নামের দুই হামলাকারীকে গ্রেফতার আটক করেছিলো পুলিশ। তাদের এই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।