বন বিভাগ আধুনিকায়নসহ জনবল বৃদ্ধি, বন ধ্বংসকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি, নিরপরাধ ব্যক্তিদের হয়রানি না করা, বিহঙ্গ দ্বীপসহ উপকূল সুরক্ষার দাবিতে মানববন্ধন করা হয়েছে।
শুক্রবার (১৭ জানুয়ারি) বেলা ১১ টার দিকে সুন্দরবন সংলগ্ন বলেশ্বর নদে বিহঙ্গ দ্বীপে পাথরঘাটা উপকূল সুরক্ষা আন্দোলন, বিহঙ্গ দ্বীপ সুরক্ষা কমিটি এবং ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) এর উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, পাথরঘাটা সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ আলম, বিহঙ্গ দ্বীপ সুরক্ষা কমিটির সদস্য টাইগার জাকির, পাথরঘাটা উপকূল সুরক্ষা আন্দোলনের সমন্বয়ক সাংবাদিক ও গবেষক শফিকুল ইসলাম খোকন, ইউপি সদস্য আল আমিন, বাদল সরদারসহ স্থানীয়রা।
এ সময় বক্তারা বলেন, বিহঙ্গ দ্বীপে ধানসি গাছ সহ বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে কিছু বনদস্যুরা প্রতিনিয়ত কেটে বন উজাড় করছে, এছাড়াও পাথরঘাটার সবুজ বেষ্টনী ম্যানগ্রোভ বনের গাছ কেটেও উজাড় করছে। বন বিভাগ মামলা দিলেও প্রকৃত অপরাধীরা ঝরা ছোঁয়ার বাইরে থাকে আর নির্দোষ ব্যক্তিরা হয়রানি হয়।
উপকূল অনুসন্ধানী সাংবাদিক ও গবেষক শফিকুল ইসলাম খোকন বলেন, বন হচ্ছে আমাদের উপকূলের রক্ষাকবচ। বনের কারণে আমাদের পরিবেশ ভারসাম্য রক্ষা হয়। কিন্তু অসাধু ব্যক্তিরা বন উজাড়ে মেতে উঠে। ফলে উপকূল যেমন হুমকির মুখে তেমনি জীববৈচিত্র্যও হুমকির মুখে।
তিনি আরও বলেন, যত বড় বন সে হিসেবে বনবিভাগের জনবল নেই। বনবিভাগের আধুনিকায়নসহ জনবল নিয়োগের এখন সময়ের দাবি।