নরসিংদী সদর উপজেলার শেখেরচর এলাকায় জুট ও ইন্টারনেট ব্যবসা এবং আধিপত্য বিস্তারকে নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে মনজুর ইসলাম (২২) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাতে উপজেলার শেখেরচর বাসস্ট্যান্ড এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এসময় বখতিয়ার হোসেন নামে আরও একজন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। নিহত মনজুর ইসলাম মেহেরপাড়া ইউনিয়নের পৌলানপুর গ্রামের আব্দুর রশিদ মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শেখেরচর ও বাসস্ট্যান্ড এলাকায় আদিপত্য বিস্তার ও জুট ব্যবসাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই মেহেরপাড়া ইউনিয়নে মনির হোসেন ও ইফতির মধ্যে মনোমালিন্য চলে আসছে। এসব বিষয় নিয়ে শেখেরচর বাসস্ট্যান্ডে বৃহস্পতিবার রাতে দুই পক্ষের আলোচনায় বসার কথা ছিল। এরই মধ্যে দুপক্ষের উত্তেজনা ও গোলাগুলির ঘটনা ঘটে। এতে মনজুর ও বখতিয়ার গুলিবিদ্ধ হয়ে আহত হয়। তাদের মধ্যে মনজুর ঘটনাস্থলেই মারা যায়। গুলিবিদ্ধ আহত বখতিয়ার হোসেনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহত মনজুর ইফতির সমর্থক বলে জানা গেছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন ও সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ।
পুলিশ সুপার আব্দুল হান্নান জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরদির্শনসহ বিভিন্ন বিষয় খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে দ্রুতই ব্যবস্থা গ্রহণ করা হবে। এসময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।