চট্টগ্রামে বাসচাপায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম | 2025-01-17 13:02:42

চট্টগ্রামের মিরসরাইয়ে বাসচাপায় মোটরসাইকেল আরোহী তিনজন নিহত হয়েছেন।

শুক্রবার (১৭ জানুয়ারি) ভোররাত ৪টার দিকে সুফিয়া রোড বাইপাস সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পলাতক স্টারলাইন যাত্রীবাহী বাসটি (নম্বর অজ্ঞাত) একটি মোটরসাইকেলে (চট্ট মেট্রো হ-১৫-৩৫৫১) চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের তিন আরোহী মারা যান।

নিহতরা হলেন- রুবেল বড়ুয়া, সানি বড়ুয়া, নিভু বড়ুয়া। তারা সবাই মায়ানী বড়ুয়াপাড়ার বাসিন্দা।

বিষয়টি বার্তা২৪.কমকে নিশ্চিত করেছেন মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান। তিনি বলেন, দুর্ঘটনার পর ঘাতক বাসটিকে আটক করা সম্ভব হয়নি। পরবর্তীতে হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আইনগত ব্যবস্থা গ্রহণে কাজ করছে।

এ সম্পর্কিত আরও খবর