আগামী মাসে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশনের দেওয়া প্রতিবেদন নিয়ে আলোচনা শুরু হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
বুধবার (১৫ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানিয়েছেন।
সংস্কার কমিশনগুলোর প্রতিবেদন প্রকাশ নিয়ে তিনি জানান, আজই কমিশনগুলোর প্রতিবেদনের সারমর্ম প্রকাশ করা হবে।
পরিবেশ উপদেষ্টা বলেন, প্রাধান্য ঠিক করতে সংস্কার কমিশনের প্রধানরা একমাস সময় চেয়েছেন। সে অনুযায়ী আগামী মাসের মাঝামাঝি থেকে ঐকমত্যের জন্য আনুষ্ঠানিক আলোচনা শুরু হতে পারে।