দক্ষিনাঞ্চলের উপকূলীয় জেলা বরগুনায় তীব্র শীতে সীমাহীন কষ্টে পড়া রাস্তায় রাস্তায় জীবন কাটানো পাগল, ভারসাম্যহীন, প্রতিবন্ধী, গরীব ও অসহায় খুঁজে খুঁজে বের করে শীতবস্ত্র বিতরণ করেছে উপকূলীয় সূর্য সামাজিক সংস্থা (উসসাস)।
দেখাযায়, গত কয়েকদিন ধরে মধ্যরাতে বরগুনার বিভিন্ন এলাকায় পাগল, ভারসাম্যহীন, গরীব, অসহায়, হতদরিদ্র, ছিন্নমূল মানুষের উষ্ণতা দিতে কম্বল নিয়ে জবুথবু শীতার্ত মানুষের ধারে ধারে হাজির হয়ে গায়ে কম্বল জড়িয়ে দেন "উসসাস" এর সদস্যরা।
এভাবে কম্বল পেয়ে অনেক অসহায় ও হতদরিদ্র শীতার্ত মানুষগুলোর মুখে ফুটেছে প্রাপ্তির হাসি।
উপকূলীয় সূর্য সামাজিক সংস্থা (উসসাস) এর সদস্যরা বলেন, সবসময়ই মানুষের কষ্ট দেখলে দৌড়ে গিয়ে পাশে দাঁড়ানোর চেষ্টা করি। সামাজিক সকল ধরনের কর্মকাণ্ডে জরাতে পারাটা আমার এক ধরনের নেশায় পরিনত হয়ে যাচ্ছে। তবে এ-সব কর্মকাণ্ডে মানুষের পাশে এগিয়ে আসতে আমার ব্যাক্তিগত ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান সহ বিভিন্ন পরিচিত ব্যক্তিবর্গদের সহযোগিতা এবং ভালোবাসা নিয়ে প্রতিনিয়ত আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।