বরিশালে ভেজালবিরোধী অভিযানে ব্যবসায়ীকে জরিমানা

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বরিশাল | 2025-01-10 22:09:32

বরিশালে জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত ভেজালবিরোধী অভিযানে এক ব্যবসায়ীসহ কয়েকটি প্রতিষ্ঠানকে মোট ৫২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শুক্রবার (১০ জানুয়ারি) দুপুরে নগরীর দপ্তরখানা ও নাজিরপুল এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফর রহমানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

ভেজাল ঘি ধ্বংস, মোটা অংকের জরিমানা দপ্তরখানা এলাকায় ভেজাল ঘি তৈরির অপরাধে মিঠুন দে নামের এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে নিষিদ্ধ পদ্ধতিতে তৈরি ভেজাল ঘি ধ্বংস করে তা ড্রেনে ফেলে দেওয়া হয়।

অস্বাস্থ্যকর খাদ্য প্রক্রিয়ায় জরিমানা একই অভিযানে, নাজিরপুল এলাকার একটি বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরির অভিযোগে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফর রহমান জানান, ভেজাল ঘি তৈরিতে সয়াবিন তেল, পশুর চর্বি, রাসায়নিক দ্রব্য, রঙ এবং ফ্লেভার মেশানো হতো। এই কার্যক্রম প্রতি বছর রমজান ও ঈদ মৌসুমে চাঙ্গা হয়। এমন অনৈতিক কর্মকাণ্ড বন্ধ করতে নিয়মিত অভিযান চালানো হবে।

অভিযান পরিচালনায় উপস্থিত ছিলেন, বিএসটিআই-এর ফিল্ড অফিসার আক্তারুজ্জামান, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর জাকির হোসেন এবং বরিশাল মেট্রোপলিটন পুলিশের একটি দল।

ভেজালবিরোধী এই অভিযান বরিশালবাসীর কাছে ইতিবাচক সাড়া ফেলেছে। স্থানীয়রা প্রশাসনের এমন তৎপরতায় সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং আশা প্রকাশ করেছেন, এ ধরনের নিয়মিত তদারকি নগরবাসীর খাদ্যের নিরাপত্তা নিশ্চিত করবে।

এ সম্পর্কিত আরও খবর